আচ্ছা ধরুন আপনি অফিসে গেলেন প্রচন্ড কাজের চাপে মাথাটা ধরে গেছে, তাই মাথার জ্যাম কাটাতে আপনি আপনার কলিগদের সঙ্গে ফুটবল খেলতে শুরু করলেন । আবার ধরুন আপনার মন মেজাজ ভালো নেই , তাই সামনে পেয়ে গেলেন এক কাপ কফি আর প্রাকৃতিক বাতাসের ছোঁয়া। এ সমস্ত কিছুই আপনি পাবেন অফিসের ভিতরে । তারচেয়েও বড় কথা হলো এই সমস্ত কিছুর জন্য আপনার কোনো লুকোচুরি করবার দরকার নেই অফিসে এ সমস্ত কার্যকলাপ খুবই স্বাভাবিক এবং সহজাত বিষয়। শুনতে স্বপ্নের মতো লাগলেও , বাস্তবে এমন অফিস সত্যিই রয়েছে তাও কলকাতার বুকের উপরই। নাম এবিলিটি গেমস । সফটওয়ার এই কোম্পানির উদ্দেশ্য কর্মচারীদের বাড়ির মতনই পরিবেশ তৈরি করে দেওয়া যাতে তারা নির্দ্বিধায় ,স্বাচ্ছন্দে এবং দায়বদ্ধতা সহকারে নিজেদের দায়িত্ব পালন করতে পারে। অফিসের সি ই ও সুরাজ চোখানি এবং চিফ ম্যানেজিং অফিসার সুমন পল নিজেই বলেন যে কর্মচারীদের সুবিধাই তাদের কাছে সবার আগে প্রাধান্য পায় । অফিসের প্রধান, সুরজ চোখানি বলেন এবিলিটি গেমসের টিমে যুক্ত হবার অন্যতম মন্ত্র হলো স্পোর্টস এর প্রতি গভীর আসক্তি। অন্যদিকে অফিসের কর্মচারীদের মতে তাদের মধ্যে ভাগ করে দেওয়া সমস্ত দায়িত্ব তারা পূর্ণ করে নিজের ইচ্ছায় , এবং আনন্দে ।তার পিছনে অবশ্য অফিসের এই পরিবেশ অনেকখানি দায়ী বলে মনে করেন অনেকে। অফিসে গড়ে তোলা এই অভিনব ব্যবস্থা একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো, বাস্কেটবল থেকে মাসাজ চেয়ার সবকিছুই পাওয়া যায় হাতের নাগালে , তাই নাইন টু ফাইভ যবকে কোনদিনই মাথা ব্যাথা বলে মনে হয়নি কর্মচারীদের উপরন্তু অফিসে তাদের কাছে দ্বিতীয় বাড়ি ।