Breaking: প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়


আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই ঘোষণা করলেন যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। প্রয়াণের সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।বেশকিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরেও অবস্থার উন্নতি হওয়ার পরও আবার অবনতি হয় । আজ সন্ধ্যা ৮ টা ১৫ নাগাদ তিনি প্রয়াত হন। আজ সন্ধ্যার পরই তার অবস্থার অবনতি হয় তারফলে তাকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।