অয়ন মাইতি, খবরওয়ালা টিভি ডেস্ক –
এবার করোনার প্রতিষেধক নিয়ে বড়োসড়ো খোঁজ করলো এক আন্তর্জাতিক সংস্থা। ব্লুমবার্গ নামক ওই সংস্থার দাবি,’করোনা প্রতিরোধ করতে পারে একটি গাছ, নাম হেম্প।’ গত ১৭ জানুয়ারি, একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, সংস্থার বিশেষজ্ঞরা দাবি করছেন,’হেম্প নামের ওই গাছ করোনা সংক্রমণ ঠেকাতে সক্ষম। এই গাছের মধ্যে বর্তমানে তিনটি উপকরণ পাওয়া গিয়েছে যা করোনা সংক্রমণ ঠেকাতে পারে।’
সেই ভিডিওতে তাঁরা জানান, ইতিমধ্যেই দু’খানা পরীক্ষা করা হয়ে গেছে। আর দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই হেম্প নামক গাছের প্রতিরোধ ক্ষমতা অনবদ্য। এরপর এক বিজ্ঞানীর দাবি,’যদি করোনায় আক্রান্ত জনগনকে এই গাছের বড়ি বানিয়ে বা ইনফেকশনের দ্বারা ঔষধ তৈরি করে দেওয়া যায়, তাহলে এটি অনেকটাই কার্যকর হতে পারে।’ যদিও এই গাছ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।