Viral: মদনের রঙিন ছবি , নেট দুনিয়ায় আগুন

মদন মিত্র মানেই “কালারফুল”। চোখে হলুদ সানগ্লাস, হাতে মোটা সোনার আংটি, গলায় সোনার হার – সব সময় অন্য মেজাজে কামারহাটির বিধায়ক। যদিও কিছুদিন আগে পার্থ চ্যাটার্জি বিরুদ্ধে ফেসবুক লাইভ করে রাজনীতির মঞ্চে ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু সচরাচর নিজের গান এবং অদ্ভুত ভঙ্গিমায় ভাইরাল মদন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখন রবীন্দ্রসঙ্গীতে মন দিলেও এবার ভাইরাল হলো একাধিক মহিলার সঙ্গে মদনের ছবি। একটি পার্টির এই ছবিতে মদনের হাতে রয়েছে হুঁকো। ছবিটি শেয়ার করেছেন কলকাতা পৌরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

যদিও মদনের কমেন্ট এই ছবির তলায় দেখা যায় যেখানে তিনি জানিয়েছেন যে এটা তার বন্ধুর মেয়ের জন্মদিনের সেলিব্রেশনের মুহূর্ত।