অয়ন মাইতি, খবরওয়ালা টিভি ডেস্ক –
নিউজিল্যান্ডকে হারিয়ে আনন্দে ফেটে পড়লো বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়নদের কার্যত ধরাশায়ী করে দিল বঙ্গ ব্রিগেড। আর তার পরেই ড্রেসিং রুমে শোনা গেল ভারতরত্ন ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান “আমরা করবো জয়”।
What a day for @BCBtigers 👏#NZvsBan pic.twitter.com/mjgTxGnuTN
— Cricbuzz (@cricbuzz) January 5, 2022
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ন’টা নাগাদ একটি ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় প্লেয়ার এবং কোচ, সম্মিলিত ভাবে ড্রেসিং রুমে গাইছেন ভুপেন হাজারিকার বিখ্যাত গান “আমরা করবো জয়”। এমনকি এই বিখ্যাত বাংলা গানের সুরে তাল মেলাচ্ছেন বিদেশি কোচও।