অয়ন মাইতি, খবরওয়ালা টিভি ডেস্ক –
সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, বর্তমানে বেড়ে চলা করোনা পরিস্থিতি রীতিমত উপেক্ষা করেই, আবারও আয়োজিত হতে চলেছে সারা দেশে সাড়া ফেলে দেওয়া ফুটবল প্রতিযোগিতা, ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২১। প্রতিযোগিতায শুরু হবে ১০ই ডিসেম্বর এবং চলবে টানা একুশ দিন। ফাইনাল হবে ৩০ শে ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় এক গোলে ডায়মন্ড হারবারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাতগাছিয়া। ২০১৯ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলেও ,করোনার হিড়িকে মার খেয়ে যায় ২০২০।
আবারও সাধারণের মুখে হাসি ফোটাতে ফিরে আসছে বাংলার ফুটবলের এই মহাযুদ্ধ । নাম নথিভুক্ত করার সময়সীমা ১০ ই নভেম্বর থেকে ৩০ এ নভেম্বর।
কিন্তু, এইখানেই মাথায় ভাঁজ পড়েছে চিকিৎসকদের। দূর্গা পূজার পর, বর্তমানে বাংলায় করোনা সংক্রমন ৭০০০ ছাড়িয়ে প্রায় ৮০০০ ছুঁই ছুঁই। এই সময়ে এমন বিনোদনের কি খুব দরকার ছিল, প্রশ্ন করছেন অনেকে।
সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের @abhishekaitc উদ্যোগে আবারও অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা তথা সারা দেশে সাড়া ফেলে দেওয়া প্রতিযোগিতা MP CUP…
আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।#FAM4TMC #MPCup2021 pic.twitter.com/Zu3tMINxgz
— Mamata Banerjee Supporters (FAM) (@FAM4TMC) October 24, 2021